ডিজিটাল প্রযুক্তি: ৭ম শ্রেণি ৮ম অধ্যায়- সংক্ষিপ্ত প্রশ্ন
ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
1) আনুষ্ঠানিক যোগাযোগের প্রচলিত মাধ্যম কী? উত্তর : চিঠি / দরখাস্ত।
2) চিঠির বিকল্প হিসেবে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগে কী ব্যবহৃত হয়? উত্তর : ই-মেইল।
3) দ্রুত সময়ে ও কম খরচে যোগাযোগে কী ব্যবহৃত হয়? উত্তর : ই-মেইল।
4) ই-মেইলের সাথে কোনো ফাইল বা ছবি পাঠাতে হলে কোনটিতে ক্লিক করতে হবে? উত্তর : Attachment.
5) ই- মেইলের কোন অংশে পুরো ই-মেইলটি লিখা হয়? উত্তর : Body.
6) নির্দিষ্ট বিষয়বস্তুর ফলাফল অর্জন সহজ করার উদ্দেশ্যে তা নাটক বা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করার পদ্ধতিকে কী বলে? উত্তর : ভূমিকাভিনয়।
7) ভাব নির্দেশক চিহ্ন বা ছোট ছবি যা প্রেরকের মনের ভাব বা আবেগ প্রকাশ করে তাকে কী বলে? উত্তরঃ ইমোজি।
8) পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটের সংক্ষিপ্ত রূপ কী? উত্তর : পিডিএফ।
9) ই- মেইলে কোন কোন ফাইল অ্যাটাচমেন্ট করা যায়? উত্তর : ছবি, ডকুমেন্ট, অডিও-ভিডিও ইত্যাদি।
10) যে প্রক্রিয়ায় তথ্যসমূহ এক স্থান হতে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো হয় তাকে কী বলে? উত্তর : মাধ্যম।
11) ভিডিও ব্লগের অপর নাম কী? উত্তর : ভ্লগ।
12) যেকোনো এলাকার ডাকঘর সহজে খুঁজে বের করতে যে কোড ব্যবহৃত হয়, তাকে কী বলে? উত্তরঃ পোস্টকোড।
13) জি- মেইল, ইয়াহু, আউটলুক ইত্যাদি কী সেবা? উত্তর : ই- মেইল।
14) কোথায় ক্লিক করলে ই-মেইল লেখার জন্য একটি বক্স আসবে? উত্তর : New Compose.
15) কোনটির মাধ্যমে একসঙ্গে একাধিক ব্যক্তিকে ডিজিটাল চিঠি দেওয়া যায়? উত্তর : ই- মেইলের মাধ্যমে।
16) বিভিন্ন ধরনের ফাইল যা ই- মেইলের সাথে যুক্ত করা হয়, তাকে কী বলে? উত্তর : অ্যাটাচমেন্ট।
17) বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে প্রক্রিয়ায় আমরা আমদের মনের ভাব, চিন্তাধারা, অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি একে অপরের সাথে আদান-প্রদান করি তাকে কী বলে? উত্তর : যোগাযোগ।
18) মৌখিক যোগাযোগ কী? উত্তর : কোনো উদ্দেশ্য অর্জনের জন্য শব্দের মৌখিক প্রকাশের মাধ্যমে তথ্য বিনিময় করা।
19) যে ব্যক্তি মেইল পাঠায় তাকে কী বলে? উত্তর : প্রেরক।
20) একাধিক ব্যক্তির একই মেইল পাঠানোর ক্ষেত্রে কোন অপশনগুলো ব্যবহার করা হয়? উত্তর : CC ও BCC.
21) ই-মেইলে কোন অপশন ব্যবহার করলে মেইলটি অন্য কোন কোন প্রাপকের ঠিকানায় পাঠানো হয়েছে, সেটি কোনো প্রাপকই দেখতে পান না? উত্তর : BCC.
22) কেউ ই-মেইল পাঠালে তা কোথায় জমা হয়? উত্তর : Inbox.
23) প্রতারণামূলক ই-মেইল কোথায় এসে জমা হয়? উত্তর : Junk / Spam.
24) কোনো ই-মেইল লিখে তা পরে পাঠালে সেটি কোথায় রাখা হয়? উত্তর : Draft.
25) CC অর্থ কী? উত্তর : কার্বন কপি।
26) একসাথে অনেক মানুষকে প্রত্যেকের ঠিকানা গোপন রেখে ই- মেইল পাঠাতে কী ব্যবহৃত হয়? উত্তর : BCC.
27) বেশি কথা বা অনুভূতি অল্প কথায় প্রকাশে কী ব্যবহৃত হয়? উত্তর: ইমোজি।
28) কথার মধ্যে শব্দের ব্যবহার, শারীরিক ভাষা কীসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? উত্তর : যোগাযোগ।
29) শিষ্টাচার কোন যোগাযোগের অংশ? উত্তর : আনুষ্ঠানিক।
30) নিয়মকানুনের বাধ্যবাধকতা থাকে না কোন যোগাযোগে? উত্তর : অনানুষ্ঠানিক।
31) বাবা-মা, ভাই-বোন, বন্ধুর সাথে কোন ধরনের যোগাযোগ হয়? উত্তর : অনানুষ্ঠানিক।
32) শব্দ কীসের মাধ্যমে প্রবাহিত হয়? উত্তর : প্রশ্ন : বাতাস।
33) যা ব্যবহার করে প্রাপক ও প্রেরক একে অন্যের সঙ্গে যোগাযোগ করে তাকে কী বলে? উত্তর : মাধ্যম।
34) বিদ্যুৎ এবং ইন্টারনেট আবিষ্কারের ফলে যোগাযোগের সুবিধার্থে কী তৈরি হয়েছে? উত্তর : যোগাযোগ মাধ্যম।
35) ই-মেইল ব্যবহারে কী প্রয়োজন? উত্তর : ইন্টারনেট।
36) ব্যক্তি পর্যায়ে সরকারি যোগাযোগ কীসের মাধ্যমে হয়? উত্তর : ডাক।
37) বিধিবদ্ধ শিষ্টাচার বজায় রেখে উপযুক্ত আচরণের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করাকে কী বলে? উত্তর : আনুষ্ঠানিক যোগাযোগ।
38) পরিবারের সদস্য, বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ কী ধরনের যোগাযোগ? উত্তর : অনানুষ্ঠানিক যোগাযোগ।
39) যোগাযোগের ক্ষেত্রে কোন ধরনের রীতিনীতি বেশ গুরুত্বপূর্ণ? উত্তর : সামাজিক।
40) প্রেরকের বার্তা প্রাপকের কাছে যেতে কী প্রয়োজন? উত্তর : মাধ্যম।
41) ভ্লগে বিষয়বস্তু কিভাবে উপস্থাপন করা হয়? উত্তর : ভিডিও আকারে।
42) সরাসরি ক্লাসে উপস্থিত না থেকে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর দূর দূরান্তে বসে ভিডিও কলে যুক্ত হয়ে ক্লাসে অংশগ্রহণ করাকে কী বলে? উত্তর : ভার্চুয়াল ক্লাসরুম।