ডিজিটাল প্রযুক্তি ৭ম শ্রেণি: ৯ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
1) গুগলের তৈরিকৃত ভিডিও কনফারেন্সিং অ্যাপ কোনটি? উত্তর : গুগল মিট।
2) বর্তমানে পৃথিবীর সবচেয়ে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন কোনটি? উত্তরঃ গুগল।
3) পৃথিবী বা এর অংশবিশেষের ভূমির সাংকেতিক প্রতিচ্ছবিকে কী বলে? উত্তরঃ মানচিত্র।
4) কোন একটি সত্য ঘটনা বা বিষয়ের ওপর যারা একমত পোষণ করে তাদেরকে কী বলে? উত্তরঃ ইতিবাচক পক্ষ।
5) কোনো একটি নির্দিষ্ট এলাকার আবহাওয়ার দীর্ঘমেয়াদী নমুনাকে কী বলে? উত্তর : জলবায়ু।
6) বৈচিত্র্য বলতে কী বুঝ? উত্তর : বিভিন্নতা।
7) অঞ্চল বলতে আমরা কী বুঝি? উত্তর : একটি নির্দিষ্ট এলাকা।
8) কোনো স্থানের নির্দিষ্ট পরিধিকে কী বলা হয়? উত্তর : অঞ্চল।
9) মানুষের আচার-আচরণে কিছু মিল ও অমিল তৈরি হয় কীসের কারণে?
10) একসঙ্গে বা আলাদাভাবে বড় হওয়ার কারণে।
11) বিভিন্ন কারণে আমাদের কীসের মধ্যে ভিন্নতা তৈরি হতে পারে? উত্তর : আচার ও চিন্তাভাবনার মধ্যে।
12) নির্দিষ্ট স্থান বা অঞ্চলের মধ্যে যে ভিন্নতা বা বৈচিত্র্য রয়েছে, তা শনাক্ত ও তালিকা করাকে কী বলা হয়।? উত্তর : আঞ্চলিক বৈচিত্র্য পত্র।
13) পছন্দের কিছু স্মৃতিমূলক ঘটনার বর্ণনা লেখার নোটকে কী বলে? উত্তর : ডায়েরি।
14) কী কাজে লাগিয়ে মানুষ তার প্রতিদিনের জীবনযাপন অনেক সহজ ও উন্নত করেছে? উত্তর : প্রযুক্তিকে কাজে লাগিয়ে।
15) সামাজিক পরিবর্তন মূলত কী? উত্তর : সমাজ কাঠামোর পরিবর্তন।
16) সাংস্কৃতিক পরিবর্তন মূলত কী? উত্তর : মানুষের জীবন আচরণের পরির্তন।
17) সমাজ কাঠামোর পরিবর্তনকে কী বলা হয়? উত্তর : সামাজিক পরিবর্তন।
18) কোন একটি বিষয়ের সাথে অন্য একটি বিষয়ের যে অমিল বা পার্থক্য, তাকে কী বলে? উত্তর: বৈচিত্র্য।
19) মৌলিক ভিন্নতা কী? উত্তর : মানুষের গায়ের রং, দেহের ভিন্নতা ও দেহের আকৃতি ইত্যাদি হচ্ছে মৌলিক ভিন্নতা।
20) মানুষের জীবন-আচরণের পরিবর্তনকে কী বলা হয়? উত্তর : সাংস্কৃতিক পরিবর্তন।
21) পোশাক পরিধানের ক্ষেত্রে মানুষের আচরণের পরিবর্তন কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর : প্রযুক্তির পরিবর্তনের।
22) এক সময় ভারতীয় উপমহাদেশে পুরুষদের প্রধান পোশাক কী ৫৫ ছিল? উত্তর : ধুতি বা লুঙ্গিজাতীয় পোশাক।
23) মানুষের ভিন্ন ধরনের পোশাক পরার পরিবর্তন প্রযুক্তির চেয়ে বেশি কীসের সঙ্গে সম্পর্কিত? উত্তর : রাজনৈতিক এবং শাসন প্রক্রিয়ার সঙ্গে।
24) প্রযুক্তি আবিষ্কারের পূর্বে মানুষ কী ধরনের পোশাক পরতো? উত্তর : প্রযুক্তি আবিষ্কারের পূর্বে সবাই হাতে চালানো তাঁতের তৈরি পোশাক পরতো।
25) পূর্বে ভারতীয় উপমহাদেশে পুরুষদের প্রধান পোশাক কী ছিল? পূর্বে ভারতীয় উপমহাদেশে ধুতি বা লঙ্গিজাতীয় পোশাকই ছিল পুরুষদের প্রধান পোশাক।
26) ১০০ বছর পূর্বের একজন মানুষ যাতায়াতে কী ব্যবহার করতো? উত্তর : ১০০ বছর পূর্বের একজন মানুষ যাতায়াতের ক্ষেত্রে নৌপথে নৌকায় এবং সড়ক পথে গরুর গাড়িতে চড়তেন।
27) ১০০ বছর আগের মানুষের মধ্যকার পার্থক্যগুলো মূলত কীসের কারণে হয়েছে? উত্তর : ১০০ বছর আগের মানুষের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তার অধিকাংশই প্রযুক্তির পরিবর্তনের কারণেই হয়েছে।
28) সামাজিক পরিবর্তন মূলত কী? উত্তর : সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামোর পরিবর্তন।
29) সাংস্কৃতিক পরিবর্তন মূলত কী? উত্তর : সাংস্কৃতিক পরিবর্তন হলো জীবন আচরনের পরিবর্তন।
30) মানুষের ভিন্ন ধরেনের পোশাক পরার পরিবর্তন কীসের সঙ্গে সম্পর্কিত?
উত্তর : মানুষের ভিন্ন ধরনের পোশাক পরার পরিবর্তন প্রযুক্তির চেয়েও বেশি রাজনৈতিক এবং শাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। ইন্টারনেট ব্যবহার করে ঘৃণা ছড়ানো কথা বলার পরিণতি কী? ইন্টারনেট এর মাধ্যমে ঘৃণা ছড়ানো কথা বললে সেটির ভয়াবহতা অনেক গুণ বেড়ে যায়।
31) সামাজিক পরিবর্তন কী?
উত্তর : যখন কোন সমাজে মানুষের আচরণ ও মূল্যবোধ, সামাজিক প্রতিষ্ঠান, কাঠামো এবং সংস্কৃতির একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে তখন তাকে সামাজিক পরিবর্তন বলে। প্রশ্ন : মানুষের আচরণ দৃষ্টিভঙ্গি, বিশ্বাস এবং মূল্যবোধের পরিবর্তনকে কী বলে? উত্তর : সাংস্কৃতিক পরিবর্তন।