বার্ষিক মূল্যায়ন সাজেশন: শিল্প ও সংস্কৃতি-৭ম শ্রেণি


স্বাধীনতা আমার

1) স্বাধীনতাকে পেতে আমাদের কত মাস যুদ্ধ করতে হয়েছে?

 উত্তর: স্বাধীনতাকে পেতে আমাদের যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ নয় মাস।

2) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন ঐতিহাসিক ভাষণ দেন?

উত্তর: ১৯৭১ সালের ৭ই মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন।

3) মুক্তিযুদ্ধের সময় শিল্পীদের প্রধান কাজ কী ছিল?

উত্তর: মনোগ্রাম, পোস্টার, কার্টুন, লিফলেট, ব্যানার, নকশা ইত্যাদির মাধ্যমে দেশে ও বহির্বিশ্বে জনমত সৃষ্টি করাই ছিল প্রধান কাজ

4) বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে?

উত্তর: বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার শিল্পী কামরুল হাসান।

5) বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে কৰে গৃহীত হয়।

উত্তর: বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে ১৯৭২ সালের ১৭ই জানুয়ারি গৃহীত হয়।

6) বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকার নকশাকার কে?

উত্তর: বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকার নকশাকার শিবনারায়ণ দাস।

7) শিল্পী কামরুল হাসানকে পটুয়া কামরুল হাসান নামেও ডাকা হয় কেন?

উত্তর: বাংলাদেশের লোকশিল্পের একটি জনপ্রিয় ধারা হলো পটচিত্র আর শিল্পী কামরুল হাসান এই ধারায় অনুপ্রাণিত হয়ে অনেক ছবি আঁকেন। তাই তাকে পটুয়া নামে ডাকা হয়।

8) কার নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা হয়।

উত্তর: শিল্পী কামরুল হাসানের নেতৃত্বে স্বাধীন দেশের জাতীয় প্রতীকের নকশা করেন।

9) স্বাধীনতা কী?
উত্তর: মানুষের আকাঙ্ক্ষিত অনুভূতির নাম
10) কোন শব্দটির গভীরতা অনেক বিস্তৃত?
উত্তর: স্বাধীনতা
11) আমরা কোন দেশের নাগরিক?
উত্তর: স্বাধীন বাংলাদেশের
12) ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ঐতিহাসিক ভাষণ দেন?
উত্তর: রেসকোর্স ময়দানে
13) মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর কারা যুদ্ধ থেকে বিচ্ছিন্ন ছিলেন না?
উত্তর: শিল্পীসমাজ
14) মুক্তিযুদ্ধের সময় শিল্পীসমাজ কোনটিকে হাতিয়ার বানিয়েছিলেন?
উত্তর: রঙ-তুলিকে
15) মুক্তিযুদ্ধের সময় শিল্পীসমাজের প্রধান কর্তব্য কী ছিলো?
উত্তর: মুক্তিযোদ্ধাদের মনে দেশমাতৃকার জন্য যুদ্ধের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করা
16) মুক্তিযুদ্ধের সময় কোনটি শিল্পীদের প্রধান কাজ হয়ে উঠেছিলো?
উত্তর: দেশে ও বহির্বিশ্বে জনমত সৃষ্টি করা
17) কার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা কাজ শুরু করেন?
উত্তর: শিল্পী কামরুল হাসান
18) মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর শিল্পী কামরুল হাসান কয়টি পোস্টার তৈরি করেন?
উত্তর: দুইটি
19) শিল্পী কামরুল হাসানের প্রথম পোস্টারটি দেখলে কীসের কথা মনে পড়ে?
উত্তর: কোনো রক্তপিপাসু দানবের কথা
20) শিল্পী কামরুল হাসানের দ্বিতীয় পোস্টারটি দেখে কার মুখাবয়ব চোখে ভেসে উঠতো?
উত্তর: দানবরূপী ইয়াহিয়া খানের
21) শিল্পী কামরুল হাসানের আঁকা পোস্টার দুইটি কোথায় বিতরণ করা হয়?
উত্তর: মুক্তাঞ্চলে
22) মুক্তিযুদ্ধের সময় অঙ্কিত একটি পোস্টারের নাম লেখো
উত্তর: ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’
23) মুক্তিযুদ্ধের সময় পোস্টার ও লিফলেট কোথা থেকে প্রকাশিত?
উত্তর: বাংলাদেশের প্রথম সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে
24) বাংলাদেশের জাতীয় পতাকার নকশার্কার কে?
উত্তর: শিল্পী কামরুল হাসান
25) বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ রং কীসের প্রতীক?
উত্তর: বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক
26) বাংলাদেশের জাতীয় পতাকার বৃত্তের লাল রং কীসের প্রতীক?
উত্তর: উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক
27) বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপ কখন সরকারিভাবে গৃহীত হয়?
উত্তর: ১৯৭২ সালের ১৭ই জানুয়ারি
28) বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশা কে করেন?
উত্তর: শিবনারায়ণ দাস
29) কখন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকার নকশা ও পরিমাপ নির্ধারণ করা হয়?
উত্তর: ১৯৭০ সালের জুন মাসে
30) কার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশা করা হয়?
উত্তর: শিল্পী কামরুল হাসান
31) বাংলাদেশের জাতীয় প্রতীকের ভাসমান শাপলা কে অঙ্কন করেন?
উত্তর: মোহাম্মদ ইদ্রিস
32) বাংলাদেশের জাতীয় প্রতীকের কেন্দ্রে কী রয়েছে?
উত্তর: পানিতে ভাসমান একটি শাপলা ফুল
33) জাতীয় প্রতীকের পানি, ধান ও পাট প্রতীকে কী বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে?
উত্তর: বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি
34) জাতীয় প্রতীকের প্রস্ফূটিত শাপলা কীসের প্রতীক?
উত্তর: অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক

35) স্বাধীনতা বলতে তুমি যা বুঝো তা লেখো।

উত্তর: সাধারণত স্বাধীনতা বলতে আমি বুঝি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করা। তবে প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে কোনো অবাধ স্বাধীনতাকে বোঝায় না। কারণ কাউকে ইচ্ছামতো সবকিছু করার স্বাধীনতা দিলে তা সমাজের অন্যজনের ক্ষতির কারণ হতে পারে, যা অশান্তি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে। তাই স্বাধীনতা বলতে বোঝায় অন্যের কোনো কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে থেকে কাজ করা

বৈচিত্র্যে ভরা বৈশাখ

1) মেলার বিশেষ আকর্ষণ কী?

উত্তর: মেলার বিশেষ আকর্ষণ হলো নাগরদোলা।

2) বৈশাখী মেলার আয়োজন কখন করা হয়?

উত্তর: সময়ের আবর্তনে বছর ঘুরে আসে বাংলা নতুন বছর। এই নতুন বছরকে ঘিরে থাকে কতই না আয়োজন। শহর কিংবা গ্রাম সকল জায়গায় সবাই মেতে উঠে বর্ষবরণ উৎসবে, আয়োজন করা হয় বৈশাখী মেলা।

3) বৈশাখী মেলা উপলক্ষ্যে মেলার জায়গাটি কীভাবে সাজানো হয়?

উত্তর: বৈশাখী উৎসব উদযাপনের জায়গাটিকে সাজানো হয় বিভিন্ন রঙিন দেশীয় জিনিস দিয়ে। যেমন- কুলা, ডালা, মুখোশ, কাগজের ফুল, নানা রকম নকশা ও আলপনায়।

4) আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ কীভাবে বর্ষবিদায় ও বর্ষবরণ উদ্‌যাপন করে থাকে?

উত্তর: বৈসাবি, বিজু, বৈসু, সাংগ্রাই প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বর্ষবিদায় ও বর্ষবরণ উদ্‌যাপন করে থাকে

5) পুতুল নাচ কী?

উত্তর: বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে, সেগুলোকে বিভিন্ন ভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয়কে উপস্থাপন করানোটাই হলো পুতুল নাচ ।

6) রবীন্দ্রনাথ 'বিচিত্রা স্টুডিও' কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর: বিদেশি ছবির নকল বন্ধ করা এবং তরুণ শিল্পীরা যাতে নিজেদের ইচ্ছেমতো ছবি আঁকার চর্চা করতে পারে তা ছিল 'বিচিত্রা স্টুডিও'-র প্রধান উদ্দেশ্য
7) কোনটি বৈশাখী মেলার একটি বিশেষ আকর্ষণ?
উত্তর: নাগরদোলা
8) বৈসাবি, বিজু, বৈসু, সাংগ্রাইন প্রভৃতি উৎসবের মধ্য দিয়ে কারা বর্ষবিদায় ও বর্ষবরণ উদযাপন করে থাকে?
উত্তর: আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ
9) বৈশাখী মেলাকে ঘিরে কীসের আসর বসে?
উত্তর: আ্যলিক ও লোক গানের আসর, যাত্রাপালা, পুতুলনাচ ইত্যাদি
10) আলপনার মূল বিষয়বস্তু কী?
উত্তর: বিভিন্ন রকমের ফুল, লতা, পাতা, মাছ, পাখি ইত্যাদি
11) কোনটি আমাদের জাতীয় সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে উঠেছে?
উত্তর: আলপনা
12) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস থেকে বর্ষবরণ অনুষ্ঠানের সর্বত্রই কোনটির বহুল ব্যবহার লক্ষ করা যায়?
ঊত্তর: আলপনার
13) আমাদের দেশে দীর্ঘদিন ধরে আলপনা আঁকার জন্য উপাদান প্রচলিত রয়েছে?
উত্তর: চালের গুঁড়া ও পানি
14) পুতুলনাচ কী?
উত্তর: বিভিন্ন ধরনের পুতুল বানিয়ে, সেগুলোকে বিভিন্ন ভঙ্গিতে নাচানোর মধ্য দিয়ে দর্শকের সামনে কোনো একটি বিষয়কে উপস্থাপন করা
15) লোকনাট্যের একটি প্রাচীন মাধ্যমের নাম লেখো
উত্তর: পুতুলনাচ
16) কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর ‘বিচিত্রা-স্টুডিও’ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর: ১৯১৫ সালে
17) রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে কলাভবন প্রতিষ্ঠা করেন কখন?
উত্তর: ১৯১৯ সালের ৩রা জুলাই
18) রবীন্দ্রনাথের অন্যতম অনন্য সৃষ্টি কোনটি?
উত্তর: চিত্রমালা
19) কোনটি রবীন্দ্রনাথের রূপের জগৎ?
উত্তর: ছবি আঁকার জগৎ
20) রবীন্দ্রনাথের চিত্রকলা প্যারিসসহ ইউরোপ এবং আমেরিকার কতটি শহরে প্রদর্শিত হয়েছিল?

উত্তর: ১২টি শহরে

কাজের মাঝে শিল্প খুঁজি

1) মৃৎশিল্প কাকে বলে?

উত্তর: মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।

2) কুমার কাদেরকে বলা হয়?

উত্তর: যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে তাদেরকে কুমার বলা হয়।

3) কোন কাপড় সারা বিশ্বে বাংলার গৌরব বৃদ্ধি করেছিল?

উত্তর: বাংলার জগদ্বিখ্যাত মসলিন কাপড় সারা বিশ্বে বাংলার গৌরব বৃদ্ধি করেছিল।

4) শ্রমভঙ্গি কী? উদাহরণসহ লেখো।

উত্তর: প্রতিদিন কাজের মধ্যে আমরা নিজেদের অজান্তেই বিভিন্ন দেহভঙ্গি করে থাকে। একটি ভঙ্গি থেকে আরেকটি ভঙ্গি বেশ ভিন্ন । সাধারণত আমি কী কাজ করছি তার উপর নির্ভর করে আমার ভঙ্গি কেমন হবে। কাজ করার ভঙ্গিগুলোকেই শ্রমভক্তি বলা হয়। যেমন- কুমোরের মাটির জিনিসপত্র তৈরির ভঙ্গি, কামারের আগুন-বাতাস দিয়ে লোহা নরম করার ভঙ্গি, মাটি কাটার ভঙ্গি, তাঁত বোনার ভঙ্গি ইত্যাদি।

5) দাদরা কী?

উত্তর: দাদরা সংগীতের একটি তাল। দাদরা তালটি ছয় মাত্রার যা ‘তিন তিন' মাত্রার সমান দুটি ছন্দে বিভক্ত একটি সমপদী তাল

6) সোম কাকে বলা হয়?

উত্তর: প্রথম মাত্রায় তালি দেওয়াকে বলা হয় সোম।

7) ফাঁক কাকে বলা হয়?

উত্তর: চতুর্থ মাত্রায় হাতে তালি না দিয়ে সরিয়ে ফাঁকা রাখাকে বলা হয় ফাঁক।

8) কাজী নজরুল ইসলামের ডাক নাম কী ছিল?

উত্তর: কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল দুখু মিয়া

9) যে কাজের মাধ্যমে আমরা নিজেদের আর্থিক বা অন্যান্য প্রয়োজন মেটাতে পারি তাকে কী বলে?
উত্তর: পেশা
10) মৃৎশিল্প কী?
উত্তর: মাটির তৈরি শিল্পকর্ম
11) মৃৎশিল্পের প্রধান উপকরণ কী?
উত্তর: মাটি
12) যারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তাদের কী বলা হয়?
উত্তর: কুমার
13) কোনটি আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক?
উত্তর: তাঁতশিল্প ও তাঁতি
14) আমাদের কোন শিল্প দেশে ও বিদেশে সমভাবে সমাদৃত?
উত্তর: তাঁতশিল্প
15) প্রাচীন বাংলার গৌরব বৃদ্ধি করেছিলো কোন দ্রব্য
উত্তর: মসলিন কাপড়
16) বাংলাদেশের কোন জেলায় উৎপাদিত শাড়ি তাঁতশিল্পের অন্যতম নিদর্শন?
উত্তর: টাঙ্গাইল জেলার
17) শ্রম কী?
উত্তর: কাজ করার ভঙ্গি
18) দাদরা তালটি কয় মাত্রার?
উত্তর: য় মাত্রার
19) দাদরা তালে ‘সোম’ কী?
উত্তর: প্রথম মাত্রায় তালি দেওয়া
20) দাদরা তালে ‘ফাঁক’ কী?
উত্তর: চতুর্থ মাত্রায় হাতে তালি না দিয়ে দুই তালু ফাঁকা রাখা। সরিয়ে ফাঁকা রাখা
21) আমাদের জাতীয় কবির নাম কী?
উত্তর: কাজী নজরুল ইসলাম
22) কে অবিভক্ত বাংলার সাহিত্যে, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব?
উত্তর: কাজী নজরুল ইসলাম
23) কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৩০৬ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ
24) কাজী নজরুল ইসলামের ডাক নাম কী ছিল?
উত্তর: দুখু মিয়া
25) কে শ্যামা সংগীতে অনন্য মাত্রা যোগ করেছিলেন?
উত্তর: কাজী নজরুল ইসলাম

প্রাণ-প্রকৃতি

1) আমাদের জীবনধারণের জন্য যা কিছু প্রয়োজন তার অনেক কিছু কোন বস্তু থেকে পাই?

উত্তর: আমাদের জীবনধারণের জন্য যা কিছু প্রয়োজন তার অনেক কিছু গাছ থেকে পাই। আমাদের লেখা কাগজও হয় গাছ থেকে।

2) পরিবেশ রক্ষায় তোমরা কী ভূমিকা রাখতে পারো?

উত্তর: আমরা recycle বা পুনর্ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যবহার করা কাগজ নষ্ট না করে তা দিয়ে নতুন কিছু তৈরি করে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারি ৷

3) এস এম সুলতান কোন জেলায় জন্মগ্রহণ করেন?

উত্তর: এস এম সুলতান ১৯২৩ সালের ১০ই আগস্ট নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

4) কী কারণে এস এম সুলতান নড়াইলে শিশুফা প্রতিষ্ঠা করেন?

উত্তর: মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য এস এম সুলতান নড়াইলে শিশুস্বর্গ প্রতিষ্ঠা করেন।

5) দেশের প্রকৃত নায়ক কারা এবং কেন?

উত্তর: কৃষকরাই দেশের প্রকৃত নায়ক। ফসল তোলার জন্য তারা রুক্ষ জমিতে লাঙলের ফলক ঠেলে দেয়। তারা এখানে না থাকলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। তারা আমাদের জাতির বীর সন্তান

6) স্কুল থেকে ফেরার পথে রাফির সাথে কাদের দেখা ও কথা হয়?
উত্তর: কাঠবিড়ালি, পাখি, নদী ও প্রজাপতির
7) বৃক্ষনিধন, নদী দূষণের ফলে কাঠবিড়ালি, পাখি, প্রজাপতি কোথায় চলে যাচ্ছে?
উত্তর: অজানার দিকে
8) বন-বাদাড় সব উজাড় করে আমরা কার থাকার আয়গা কেড়ে নিয়েছি?
উত্তর: কাঠবিড়ালি, পাখি ও প্রজাপতির
9) এস এম সুলতান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২৩ সালে
10) এস এম সুলতান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: নড়াইল জেলার মাহিমদিয়া গ্রামে
11) এস এম সুলতানের ছবির মূল বিষয় কী ছিল?
উত্তর: বাংলার মাটি আর জনমানুষ
12) কার আঁকা ছবিতে কৃষকদের মুখ্য ভূমিকায় দেখা যায়?
উত্তর: এস এম সুলতানের আঁকা ছবিতে
13) এস এম সুলতান তাঁর ছবির মধ্য দিয়ে কাদের বীরত্বগাঁথাকে প্রাণ করতে চেয়েছে?

উত্তর: কৃষকদের বীরত্বগাথাকে

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url