৮ম শ্রেণি গণিত বার্ষিক পরীক্ষা-২০২৪ এর সাজেশন: ৪র্থ অধ্যায়- ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি
৮ম শ্রেণি গণিত: ৪র্থ অধ্যায়- ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি
1) সরল মুনাফার
সূত্রটি লিখ।
2) ক্ষতির সূত্রটি লিখ।
3) ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের
মাধ্যমে ভবিষ্যৎ
উন্নয়নে শিক্ষার্থীদেরকিসে উৎসাহিত করা হয়েছে?
4) ব্যাংক
কর্মকর্তাকে শান্তা কি বলেছিল?
5) মাসিক কিস্তি ১০০ টাকা করে হলে দেড় বছরে মোট জমা কত হবে?
6) সঞ্চয় বা বিনিয়োগকৃত টাকার
উপর নির্দিষ্ট সময় পর যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে?
7) কোনো পণ্যের
ক্রয়মূল্য ৫০০০ টাকা এবং বিক্রয় মূল্য ৭৫০০ টাকা হলে লাভের শতকরা পরিমাণ কত?
8) ক্ষতি কী?
9) শান্তার মায়ের
কত টাকা লাভ হয়েছিল?
10) মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয়ের
সমীকরণটি লিখ।
11) শুধুমাত্র মূলধনের উপর যে মুনাফা পাওয়া যায় তাকে কি বলে?
12) দুই ধরনের
মুনাফার নাম কী?
13) ২৩০০ টাকায় একটি শার্ট বিক্রয় করলে৮% ক্ষতি হয়। কত টাকায় শার্টটি বিক্রয় করলে১২%
লাভ হবে?
14) লাভ কী?
15) শতকরা বার্ষিক কত মুনাফায়
৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০ টাকা হবে?
16) নির্দিষ্ট সময়ে একই পরিমাণ মূলধন, একই সময়ে এবং একই মুনাফার
হারে কিসের ক্ষেত্রে মুনাফা বেশি পাওয়া যায়?
17) চক্রবৃদ্ধি মুনাফাকে কী প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
18) ৯% হারে ১৫০০০ টাকার ৭
বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
19) ৭% মুনাফায় ১০০
টাকায় ২ বছরের সরল মুনাফাকত?
20) ৮০০০ টাকায় একটি পণ্য কিনে ৫০০ টাকা ক্ষতিতে বিক্রয় করাহলো।বিক্রয় মূল্য কত ছিল?
21) কোন দ্রব্য ৫০ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রয়
করলেশতকরাকত ক্ষতিহবে?
22) ৩৫০ টাকাদরে৭০০টিঘড়িকিনেসকল
ঘড়ি২ লক্ষটাকায় বিক্রয় করলেকি হবে?
23) ১১% হারে১৮০০০ টাকার
৩ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা?
24) মূলধন কী?
25) শান্তার মা ছাগল
পালনের জন্যতার এক বোনের কাছ থেকে কত টাকা নিয়েছিল?
26) ক্রয়মূল্যের
চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে কী হবে ?
27) বিক্রয়মূল্য -
ক্রয়মূল্য সমান কী হবে ?
28) মুনাফা = কত ?
29) বার্ষিক ৮% হার
মুনাফায় কত টাকায় ৪ বছরের মুনাফা ৪৮০ টাকা হবে ?
30) বিক্রয়মূল্য কী ?
31) সময়কাল কী ?
32) ১ম বছরান্তে
চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কী ?
33) শতকরা বার্ষিক
কত মুনাফায় ৪০০০ টাকার ৪ বছরের মুনাফা ২৪০০ টাকা হবে ?
34) টাকায় ২ টি দরে
ক্রয় করে ৩ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
35) বার্ষিক ১২%
মুনাফায় কত বছরে ২০০ টাকার মুনাফা ৯৬ টাকা হবে ?
36) তুলনার জন্য লাভ
বা ক্ষতিকে কীভাবে প্রকাশ করা হয় ?
37) যে মূল্যে পণ্য
বিক্রয় করা হয়, তাকে কী বলে ?
38) সরল মুনাফার
সূত্র কী ?
39) বার্ষিক ১০% সরল
মুনাফায় ১২০০ টাকার ৪ বছরের মুনাফা কত ?
40) ক্রয়মূল্য কী ?
41) চক্রবৃদ্ধি মূলধন কী ?
42) চক্রবৃদ্ধি
মুনাফার সূত্র কী ?
43) বার্ষিক ৬%
মুনাফায় ৩০০০ টাকার ২ বছরের সরল মুনাফা কত ?
44) একটি দ্রব্য ৫০ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রয়
করলে শতকরা কত ক্ষতি হবে ?
45) রইস ৩৫০০০ টাকা ৩ বছরের জন্য ব্যাংকে জমা রাখল। যদি সরল মুনাফার হার ৭% হয়, তবে ৩ বছর পরে রইছের কত টাকা মুনাফা হবে ?
46) শরিফা ৭০ হাজার
টাকা ৮% মুনাফা হারে এবং জহির ৫০ হাজার টাকা ১২% মুনাফা হারে ব্যাংকে জমা রাখল। ৬
বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে ?
47) একটি সাইকেল ৫০০০ টাকা দিয়ে ক্রয় করে ১২% লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে ? সাইকেলটির বিক্রয়মূল্য কত?
48) তাহসিনা ৩৫০ টাকা দরে ৮ টি মুরগি ক্রয় করে মোট ২৫০০ টাকায় বিক্রিয় করলে কত লাভ বা ক্ষতি হবে ? তাহসিনার মূলধন কত?