৭ম শ্রেণির গণিত: ৭ম অধ্যায়- বাইনারি সংখ্যার গল্প

 


বাইনারি সংখ্যার গল্প

1) যন্ত্রের গণনা পদ্ধতিতে কয়টি সংকেত রয়েছে?                                               উত্তর: ২টি।

2) দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত গণনা পদ্ধতিতে কয়টি সংকেত বিদ্যমান?    উত্তর: ১০টি।

3) কম্পিউটারের ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটির নাম কি?                    উত্তর: বাইনারি সংখ্যা পদ্ধতি।

4) আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিটির নাম কি?     উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতি।

5) কোন সংখ্যাপদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সংখ্যাকে কী বলা হয়?                        উত্তর: ভিত্তি (Base).

6) অন কার্ডকে কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়?                                      উত্তর: ১ |

7) অফ কার্ডকে কোন সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়?                                      উত্তর: ০

8) বিট শব্দের পূর্ণরূপ কী?                                                                    উত্তর: বাইনারি ডিজিট ।

9) কত বিটে এক বাইট?                                                                 উত্তর: ৮ বিটে ।

10) ১১১১ বাইনারি সংখ্যাটিতে কয়টি বিট বিদ্যমান?                                                     উত্তর: ৪টি।

11) বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো কী কী?                                                উত্তর: ০, ১ ।

12) সংখ্যা পদ্ধতির সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কে?                                                    উত্তর: ভিত্তি।

13) প্রতিটি বাইনারি কার্ডে ডটসংখ্যা তার আগের কার্ডের ডটসংখ্যার কতগুণ?       উত্তর: ২ গুণ।

14) দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা কত?                                                                   উত্তর: ১০।

15) যে কার্ডের ডট হিসাব করা হবে তাকে কি বলা হয়?                                          উত্তর: অন কার্ড।

16) যে কার্ডের ডট হিসাব করা হবে না, তাকে কি বলা হবে?.                                   উত্তর: অফ কার্ড। .

17) বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?                                                                            উত্তর: ২।

18) হ্যাঁ বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয়?                                                                   উত্তর: ১।

19) না বোঝাতে কোন সংখ্যা ব্যবহার করা যায়?                                                           উত্তর: ০।

20) সকল সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করে কে?                                   উত্তর: ভিত্তি

21) ০১০০১ বাইনারি সংখ্যাটিতে কার্যকর বিটের সংখ্যা কত?                         উত্তর:

22) বাইনারি সংখ্যা পদ্ধতিতে ১০, দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যাকে প্রকাশ করে?   উত্তর:

23) বাইনারি সংখ্যার অঙ্কগুলোর স্থানীয় মান কোন সংখ্যার ঘাতের সাপেক্ষে বিবেচনা করা হয়?       উত্তর:

24) ০ থেকে ৯ পর্যন্ত হিসাব করতে বাইনারিতে কয় বিটের সংখ্যা প্রয়োজন?                      উত্তর:

25) ধাপে ধাপে কোন সমস্যা সমাধানের পদ্ধতিকে কী বলে?                              উত্তর: অ্যালগোরিদম

26) ০ সহ বিট সংখ্যা ৫ এর জন্য মোট কতটি সংখ্যা পাওয়া যায়?                           উত্তর: ৩২টি

27) ৩টি বাতি পরপর জ্বালানো থাকলে তা দশমিকে কোন সংখ্যা প্রকাশ করে?          উত্তর:

28) (১১১০০) সংখ্যাটি দশমিকে কোন মান প্রকাশ করবে?                     উত্তর: ২৮

29) দশমিক সংখ্যা ১০৫ কে বাইনারিতে প্রকাশ করলে কত হয়?                           উত্তর: (১১০১০০১)

30) কোন সংখ্যাগুলো দশমিক এবং বাইনারি উভয় সংখ্যাপদ্ধতিতে বিদ্যমান?                  উত্তর:  ০, ১

31) (১১১১) কে দশমিকে প্রকাশ করলে কত হয়?                                        উত্তর: ১৫

32) ৬ বিটের বাইনারি সংখ্যার সর্বোচ্চ ধারণক্ষমতা দশমিকে কত?                   উত্তর: ৬৩

33) ইংরেজি বর্ণমালা Z (২৬) কে কোন বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা যেতে পারে?

 উত্তর: (১১০১০)

34) ৩২)১০ কে বাইনারিতে প্রকাশ করলে কি পাওয়া যায়?                               উত্তর: ১০০০০০

35) n সংখ্যক বিটের জন্য বাইনারিতে সর্ববৃহৎ সংখ্যার দশমিক মান কত?          উত্তর: n -

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url