শতকরা ও ঐকিক নিয়ম
৪) ৬ জন লোক ২৮ দিনে কোনো জমির ফসল কাটতে পারে। ২৪ জন লোক কত দিনে ঐ জমির ফসল কাটতে পারে?
সমাধান:
১) ৭ কেজি চালের দাম = ২৮০ টাকা
১ কেজি চালের দাম = (২৮০÷৭) টাকা
১৫ কেজি চলের দাম = (২৮০÷৭)×১৫ টাকা
= ৪০×১৫ টাকা
= ৬০০ টাকা।
২)
৫০ জন ছাত্রের খাদ্য মজুদ আছে = ১৫ দিনের
১ জন ছাত্রের খাদ্য মজুদ আছে = (১৫×৫০) দিন
২৫ জন ছাত্রের খাদ্য মজুদ আছে=(১৫×৫০)÷২৫
= ৭৫০÷ ২৫ দিনের
= ৩০ দিনের
৩) শফিক ৪৮০ কি.মি. যায় = ১২ দিনে
শফিক ১ কি.মি. যায় = (১২÷৪৮০) দিনে
শফিক ৩৬০ কি.মি. যায় = (১২÷৪৮০)×৩৬০
= ৯ দিনে
৪)
৬ জন লোক ফসল কাটতে পারে= ২৮ দিনে
১ জন লোক ফসল কাটতে পারে = (২৮×৬)দিনে
২৪ জন লোক ফসল কাটতে পারে =(২৮×৬)÷২৪
=১৬৮÷২৪ দিনে
= ৭ দিনে